বিএসটিআই’র অভিযানে ১ টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও ৫০ হাজার টাকা জরিমানা

অন্যান্য এইমাত্র

নিজস্ব প্রতিবেদক ঃ গতকাল সোমবার ১০ জানুয়ারি,জ্বালানি তেল পরিমাপে কারচুপি করার অপরাধে ১টি প্রতিষ্ঠানের বিরু্দ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।


বিজ্ঞাপন

গতকাল সোমবার রাজধানীর দারুস সালাম থানাস্থ মিরপুর এলাকায় বিএসটিআই’র মোবাইল কোর্ট টিমের মাধ্যমে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ লঙ্ঘন করায় এ মামলা দায়ের করা হয়।

অভিযুক্ত ১টি প্রতিষ্ঠান ঢাকা জেলার দারুস সালাম থানাস্থ আল-মাহমুদ ফিলিং স্টেশন, ৩৪, দারুস সালাম, মিরপুর, ঢাকা-১২১৬ কে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’’ অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। এছাড়াও একই এলাকায় অবস্থিত মেসার্স রহমান সার্ভিস স্টেশন এবং মেসার্স মোহনা ফিলিং স্টেশন এন্ড সার্ভিস -এ মোবাইল কোর্ট পরিচালনাকালে জ্বালানী তেল পরিমাপে সঠিক পাওয়া যায়।

উক্ত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে বিএসটিআই’র পরিদর্শক (মেট্রোলজি) আহমেদ হোসেন অংশগ্রহণ করেন।