সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

অন্যান্য এইমাত্র

নিজস্ব প্রতিনিধি ঃ বুধবার ১২ জানুয়ারি, অনুমান সাড়ে ৩ টায় মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) মো: আতিকুর রহমান, এএসআই(নিঃ) দুলাল হোসাইন, কনস্টেবল ৯৩৬ বাসুদেব মল্লিক, কনস্টেবল ১৩২৬ সেলিম উদ্দিন, কনস্টেবল ১৭২৬ লাভলু মল্লিক, কনস্টেবল ৮২৮ নিতেন্দ্র চন্দ্র পাল, সর্ব কর্মস্থল মহানগর গোয়েন্দা বিভাগ, এসএমপি, সিলেট এবং এসআই জয়নাল হোসেন, তাহার সঙ্গীয় নারী কনস্টেবল ১৩১৯ শেখ মেহেরুন নেছা, নারী কনস্টেবল ১২৯৭ রাজিয়া সুলতানা, নারী কনস্টেবল ১২৯৩ রুপা রানী পাল, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্স, এসএমপি, সিলেট -দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি কোতয়ালী মডেল থানাধীন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আউড ডোর এর নিচতলা লিফ্ট এর সামনে খালি জায়গায় অভিযান পরিচালনা করে আসামী লুৎফা বেগম রুবি (২৪), স্বামী- জলিল মিয়া, সাং- বাঘাসুরা, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ, রুবিনা (২৪), স্বামী- মিলন, সাং- বাঘাসুরা, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ, মিলন বেগম (৩০), স্বামী- মারুফ মিয়া, সাং- বাঘাসুরা, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ, সালমা (৩৫), স্বামী- বিল্লাল, সাং- বাঘাসুরা, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ, এবং হালিমা (৩০), স্বামী নুরুল হক, সাং- বাঘাসুরা, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ, নামীয় ০৫ চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেন।


বিজ্ঞাপন

গ্রেফতারকালে উক্ত আসামীদের হেফাজাত হতে একটি তারা মার্কা লকেট যুক্ত স্বর্ণের চেইন, ওজন অনুমান (১৪ আনা ৪ রতি), মূল্য অনুমান-৬৮,৭৫০ (আটষট্টি হাজার সাতশত পঞ্চাশ) টাকা পূর্বক জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদকালে ধৃত আসামীরা জানায় যে, জব্দকৃত আলামত স্বর্ণের চেইন ধৃত আসামী ও অজ্ঞাত আসামীগণ স্বর্ণালংকার ও টাকা পয়সা কৌশলে চুরি করিয়া নেওয়ার কথা স্বীকার করে।

উক্ত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।