বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত কর্তৃক রাজধানীর ফার্মগেটে অভিযান ও জরিমানা আদায়

অন্যান্য এইমাত্র

নিজস্ব প্রতিবেদক ঃ বুধবার ২৬ জানুয়ারি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ঢাকা উত্তরা থানা এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।


বিজ্ঞাপন

অভিযান পরিচালনা কালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ গ্রহণ ব্যতিত তৈরি, বিক্রয়, বিতরণ, প্রদর্শন ও বাজারজাত করার অপরাধে একুশে সুইট এন্ড বেকারী, পরী ম্যানশন, বাড়ি-২/১, মেইন রোড, সেক্টর-৪, উত্তরা, ঢাকা-কে ২৫,০০০ টাকা জরিমানা ও হাবিব বেকারী, জয়নাল মার্কেট, দক্ষিণখান,ঢাকা-কে ৪০,০০০ টাকা জরিমানা করা হয়।

উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে আব্দুল মান্নান, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন।