নিজস্ব প্রতিবেদক ঃ র্যাব-১ রাজধানীর ভাটারা থানা এলাকায় এক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিয়ার সহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি প্রাইভেটকার উদ্ধার করেছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, র্যাব-১, উত্তরা, ঢাকার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী নারায়নগঞ্জ জেলা হতে প্রাইভেটকারে বিপুল পরিমান মাদকদ্রব্য বিয়ারের একটি বড় চালান নিয়ে ডিএমপির ভাটারা থানা এলাকা হয়ে ঢাকার গুলশান এলাকার উদ্দেশ্যে আসছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি ডিএমপির ভাটারা থানাধীন নতুন বাজার এলাকাস্থ দিবানিশি রেস্টুরেন্টের সামনে পাঁকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ আয়াত (২৩), পিতা- মোঃ মোস্তফা, জেলা- নারায়নগঞ্জ’কে আটক করে।
এসময় গ্রেফতার কৃত আসামীর নিকট হতে ২৮৮ ক্যান বিয়ার ও ১ টি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।