সিলেটে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক ৫ম জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

অন্যান্য এইমাত্র

নিজস্ব প্রতিনিধি ঃ “সুস্বাস্থ্যের মূলনীতি, নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যবিধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সিলেট জেলায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, সিলেট এর আয়োজনে ও জেলা প্রশাসন, সিলেট এর সহযোগিতায় ৫ম জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে।


বিজ্ঞাপন

সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, সকাল সাড়ে ১০ টায় খাদ্যের নিরাপদতা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলার জেলা প্রশাসক মো মজিবর রহমান।

আলোচনা সভায় জেলা নিরাপদ খাদ্য অফিসার সৈয়দ সারফরাজ হোসেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সিলেট বিভিন্ন কার্যক্রম, নিরাপদ খাদ্য আইন ২০১৩ এবং বিভিন্ন বিধি-প্রবিধিসমুহ ও নিরাপদ খাদ্য বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে আরোও উপস্হিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বিভিন্ন স্টেকহোল্ডার, সাংবাদিক ও সুধী সমাজ।

উল্লেখ্য ৫ম জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সিলেট কর্তৃক সিলেট জেলার বিভিন্ন জায়গায় নিরাপদ খাদ্যের প্রচারণার অংশ হিসাবে রঙিন পতাকা, রোডসাইড বিলবোর্ড, ল্যাম্পপোস্ট ব্যানার, ড্রপডাউন ব্যানার এবং কাট আউট লাগিয়ে সাজসজ্জা করা হয়।