মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া কার্যালয় কর্তৃক ৪৫০ বোতল ফেনসিডিল সহ ৩ জন গ্রেফতার

অন্যান্য অপরাধ এইমাত্র

নিজস্ব প্রতিনিধি ঃ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার ৭ ফেব্রুয়ারি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়,বগুড়া কর্তৃক জেলা পুলিশ ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় বগুড়া জেলার শেরপুর থানাধীন অভিযান পরিচালনা করে।


বিজ্ঞাপন

উক্ত অভিযান পরিচালনা কালে একটি সাদা কালারের নোয়া মাইক্রোবাস তল্লাশি করে ৩ (তিন) জন মাদক ব্যাবসায়ীকে ৫৪০ (পাঁচশত চল্লিশ ) বোতল কোডিন মিশ্রিত মাদকদ্রব্য PHENSEDYL ও তাদের ব্যবহৃত তিনটি মোবাইল সীম সহ আটক করা হয়।


বিজ্ঞাপন

বগুড়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খান বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় শেরপুর থানায় নিয়মিত মামলা দায়ের করেন।