নিজস্ব প্রতিনিধি ঃ নড়াইলে ইজিবাই চালক কে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই এর ঘটনায় এক ছিনতাই কারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ১১ ফেব্রুয়ারি দুপুরে নড়াইল সদর থানা পুলিশ এর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নড়াইলের বিভিন্ন এলাকার সড়ক থেকে ইজিবাইক ছিনতাই হচ্ছিল।
জানা গেছে, গত ১৯ জানুয়ারী, বুধবার, কার্তিক চন্দ্র নামের ইজিবাইক চালকের সাথে ভাড়ায় চুক্তি করে নড়াইলে আসে ছিনতাইকারী মো. মহসিন মোল্যা।
নড়াইলের নতুন বাসস্ট্যান্ড এলাকায় ইজিবাইক থামিয়ে ইজিবাই চালক কে সিগারেট খাইয়ে অজ্ঞান করে তাকে পশ্চিম পার্শ্বে একটি বালুর মাঠে মধ্যে ফেলে ইজিবাইক টি ছিনতাই করে নিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন অচেতনায় অবস্তায় উদ্ধার করে তাকে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে সদর থানায় একটি মামলা দায়ের করেন ইজিবাইক চালক কার্তিক চন্দ্র বিশ্বাস ।
এসময় আসামী মহসিন মোল্লার কাছ থেকে ৪ টি ইজিবাক , বিভিন্ন ইজিবাইকের শোরুমের ক্রয়ের ৪ টি নকল রশিদ , চারটি নকল সীল ও একিট সীল প্যাড ,৫ টি ইজিবাইকের চাবি ,বিভিন্ন শোরুমের ইজিবাইকের স্টিকারসহ বিভিন্ন ইজিবাইক শোরুমের ক্যাশ মেমো উদ্ধার করেছে পুলিশ।