আন্তর্জাতিক ডেস্ক ঃ ভারতের বিশাখাপত্তনম-এ অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক নৌ মহড়া EX MILAN-2022 এ অংশগ্রহণ শেষে নৌবাহিনী যুদ্ধজাহাজ ওমর ফারুক রবিবার ৬ মার্চ চট্টগ্রাম নৌ জেটিতে এসে পৌঁছেছে। জাহাজটি চট্টগ্রাম নৌ জেটিতে এসে পৌঁছালে নৌবাহিনীর প্রচলিত রীতি অনুযায়ী সুসজ্জিত বাদকদল বাদ্য যন্ত্র পরিবেশনের মাধ্যমে স্বাগত জানায়। এ সময় স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তা এবং নাবিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জাহাজটি গত ২৫ ফেব্রুয়ারি হতে ০৪ মার্চ ২০২২ তারিখ পর্যন্ত ভারতের বিশাখাপত্তনম-এ অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক নৌ মহড়া EX MILAN-2022 এ অংশগ্রহণ করে।
জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এ বি এম জাকিউল হাসান ভূুঞা এর নেতৃত্বে প্রশিক্ষণার্থী কর্মকর্তাসহ মোট ২৮৪ জন নৌসদস্য এই মহড়ায় অংশগ্রহণ করে। আন্তর্জাতিক এ মহড়ায় বাংলাদেশসহ বিশ্বের ৪৬ টি দেশের নৌবাহিনী অংশগ্রহণ করে।
অংশগ্রহণকারী দেশসমূহের মধ্যে কুটনৈতিক সম্পর্ক উন্নয়ন, সমুদ্র পথে জলদস্যূতা, মাদক ও চোরাচালান, মানব পাচার, অবৈধ মৎস আহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডরোধ এ মহড়ার মূল লক্ষ্য।
উক্ত মহড়ায় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ অংশগ্রহণের মাধ্যমে নৌবাহিনীর প্রশিক্ষণার্থী কর্মকর্তা, ক্যাডেট ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতীম দেশসমূহের মধ্যে পারস্পারিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অরো জোরদার হবে বলে আশা করা যায়।
এর আগে জাহাজটি গত ২২ ফেব্রুয়ারি ২০২২ তারিখে সফরের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করে।