কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ইয়াবা ও দেশি মদ সহ ৫ জন গ্রেফতার

অন্যান্য অপরাধ এইমাত্র

মামুন মোল্লা ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ ৫ (পাঁচ) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত বিশেষ মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ সুজন (২৩), পিতা-মোঃ নজরুল শেখ, সাং-দূর্বার সংঘ ক্লাব সংলগ্ন টিনসেড কলোনী, থানা-খালিশপুর, শফিকুল ইসলাম সজিব (২০), পিতা-মৃত: আঃ রাজ্জাক, সাং-বঙ্গবাসি এন ই-৯৪ রোড নং-২১১, থানা-খালিশপুর, মোঃ কামরুজ্জামান কামু (৪৭), পিতা-মৃত: এম এ লতিফ, সাং-টিবি ক্রস রোড, থানা-খুলনা, মোঃ পারভেজ ফকির@ডাবলু (৩০), পিতা-মৃত: মুরাদ ফকির, সাং-টিবি ক্রস রোড, থানা-খুলনা এবং সাদ্দাম হোসেন(২৫), পিতা-মৃত: লুৎফর রহমান, সাং-শেখপাড়াস্থ লোহাপট্টি, থানা-সোনাডাঙ্গা মডেল, থানা-খুলনা, খুলনা মহানগরীদের’কে খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।

উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪০ লিটার মদ আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী ৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে।