নিজস্ব প্রতিনিধি ঃ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ ঘুমধুম বিওপির একটি বিশেষ টহলদল গতকাল রবিবার ১০ এপ্রিল, রাতে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-২১ হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ পশ্চিম দিকে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউপির কাঁকড়ার ব্রিজ নামক স্থানে অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ১০ টার সময় চোরাকারবারীরা বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবনের পাশাপাশি গ্রেফতার হওয়ার সম্ভাবনা আঁচ করতে পেরে বিজিবি টহলদলের উপর অতর্কিতে গুলিবর্ষণ করে। বিজিবি টহলদল তাদের জান-মাল রক্ষার্থে পাল্টা ফায়ার করে। পরবর্তীতে বিজিবি টহলদল ঘটনাস্থল হতে ১জন ইয়াবা চোরাকারবারী মোঃ রুবেল (২১), পিতা-সৈয়দ কাশেম, গ্রাম-নোয়াপাড়া, পোস্ট-বালুখালী, থানা-নাইক্ষ্যংছড়ি ও জেলা-বান্দরবানকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত চোরাকারবারীর সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ৪,৫০,০০,০০০ (চার কোটি পঞ্চাশ লক্ষ) টাকা মূল্যমানের ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) পিস বার্মিজ ইয়াবা জব্দ করা হয়।
এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।