ইউনিসেফ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক জর্জ লারিয়া-আদজেই তার বাংলাদেশ সফরের প্রথম দিন কড়াইলে ইউনিসেফ পরিচালিত প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেন

Uncategorized আন্তর্জাতিক

নিজস্ব প্রতিবেদক ঃ সোমবার ১৮ এপ্রিল, ইউনিসেফ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক জর্জ লারিয়া-আদজেই তার বাংলাদেশ সফরের প্রথম দিন কড়াইলে ইউনিসেফ পরিচালিত প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেন যেখানে মা, নবজাতক ও শিশু কিশোরদের প্রয়োজনীয় স্বাস্থ্য ও পুষ্টি সেবা, বিভিন্ন সংক্রামক ও অসংক্রমক রোগের চিকিৎসা, পরিবার পরিকল্পনা পরামর্শ এবং স্বাস্থ্যশিক্ষা ও কাউন্সিলিং সেবা দেওয়া হয়।

পরবর্তীতে তিনি তেজগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের রুটিন টিকাদান, করোনা ভাইরাস টিকাদান কর্মসূচী এবং টিকা সংরক্ষণের ফ্রিজার ব্যবস্থা পর্যবেক্ষণ করেন যা এদেশের সফল টিকা কার্যক্রম পরিচালনায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এর পরে জর্জ ইউনিসেফ সমর্থিত শিশু ও কিশোর ক্লাবের সদস্যদের সাথে আলচনায় বসেন। নিজ নিজ সম্প্রদায়ে পরিবর্তনের দূত হিসেবে নিরলসভাবে কাজ করে যাওয়া এ কিশোর কিশোরীদের উৎসাহ ও আত্মবিশ্বাস তাকে অনুপ্রাণিত করে।
তিনি ইউনিসেফ সমর্থিত বিভিন্ন প্রোগ্রামের তরুণদের সাথে ইফতারও করেন।


বিজ্ঞাপন