খুলনার দাকোপের বানিশান্তায় কৃষকের ফসলি জমি রক্ষার দাবিতে ছাত্রমৈত্রীর উদ্যোগে মতবিনিময় সভা

Uncategorized

দাকোপ (খুলনা) প্রতিনিধিঃ খুলনার দাকোপ উপজেলার বানিশান্তা ইউনিয়নের ৩০০ একর কৃষকের ফসলী জমি রক্ষার দাবিতে নদীর খননকৃত বালি ফেলার বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রমৈত্রীর দাকোপ উপজেলা কমিটির উদ্যোগে বিভিন্ন স্কুল-কলেজে সচেতনতার লক্ষ্যে মতবিনিময়ের অংশ হিসেবে ২৩ এপ্রিল, শুক্রবার সকাল ১০ টায় বানিশান্তা টি এ ফারুক মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র-শিক্ষক ও কৃষিজমি রক্ষা আন্দোলন কমিটির নেতাদের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কান্তি মণ্ডলের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ও দাকোপ উপজেলা সভাপতি কমরেড গৌরাঙ্গ রায়।

ছাত্রমৈত্রীর দাকোপ শাখার যুগ্ম আহ্বায়ক অরুন মন্ডল এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন কৃষিজমি রক্ষা আন্দোলন কমিটির নেতা হিরণময় রায়, সত্যজিৎ গাইন, ইসরাফিল বয়াতি। বক্তৃতা করেন শিক্ষিকা প্রীতিলতা রায়, শিক্ষক শুভাশিস বৈদ্য, ছাত্রমৈত্রীর জেলা নেতা উপা রায় প্রমূখ।

সভায় সর্বসম্মতিক্রমে কৃষিজমি রক্ষা আন্দোলন কমিটির ঘোষিত কর্মসূচি এগিয়ে নিতে ৯ সদস্য বিশিষ্ট সংগ্রাম কমিটি গঠিত হয়।


বিজ্ঞাপন