জঙ্গিবাদ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে জনসচেতনতামূলক “নাটক মুখোশ “

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিবেদক ঃ বাংলাদেশ পুলিশের সন্ত্রাসবাদ ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের অধীনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট এর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অংশগ্রহণে যৌথভাবে নির্মিত হয়েছে সচেতনতামূলক মঞ্চ নাটক মুখোশ। নাটকটি নির্দেশনা দিয়েছেন ড. আহমেদুল কবির।

নাটকটির মূল উপজীব্য: জঙ্গিবাদ, উগ্রবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জন সচেতনা তৈরি। নাটকটি পর্যায়ক্রমে সারাদেশে বিভিন্ন স্থানে প্রদর্শিত হবে। নাটকটিতে অভিনয় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রাক্তন ও বর্তমান ছাএছাএী বৃন্দ।

মঙ্গলবার ২৬ এপ্রিল, দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট-মন্ডলে নাটকটির কারিগরি মঞ্চায়ন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ আসাদুজ্জামান বিপিএম (বার)।

এসময় ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার (সিটি-রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট) মুহাম্মদ হাবীবুন নবী আনিছুর রশিদ, উপ-পুলিশ কমিশনার (ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম (বার) ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) খন্দকার আরাফাত লেনিন উপস্থিত ছিলেন।

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আহমেদুল কবির, ডেমোনেসট্রটর আহসান খান,হাবিবুল্লাহ বাহার কলেজের নাট্যকলা বিভাগের প্রভাষক আব্দুল মুনিম; ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্য সংসদের সাবেক সভাপতি সানোয়ারুল হক সনি এবং মুখোশ নাটকের রচয়িতা নাট্যকার জাহেদ জুলহাস প্রমূখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন