মামুন মোল্লা ঃ বুধবার ২৭ এপ্রিল, দুপুর ১ টা ৩০ মিনিটে খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র হেডকোয়ার্টার্স নিজ কার্যালয়ে পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা গত সোমবার ২৫ এপ্রিল, রাত অনুমান ৯.৫৫ ঘটিকায় খুলনা থানাধীন হুগলী বেকারীর সামনে ছিনতাইকারী কর্তৃক পথচারীর ব্যাগ ছিনতাইকালে পুলিশ কনস্টেবল মোঃ মেহেদী হাসান হাতেনাতে ধরে ফেললে ছিনতাইকারী ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে খুলনা থানা কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইকারী কে গ্রফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
উক্ত ঘটনায় পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন ও সাহসিকতার স্বীকৃতি স্বরুপ পুলিশ কমিশনার নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।
এ-সময় আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, পিপিএম-সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহ্সান শাহ্, ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু, ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ কামরুল ইসলাম এবং অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ নজরুল ইসলাম।
