ভুল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে ভুক্তভোগীর মুখে হাসি ফোটালো খুলনা সাইবার ইউনিট

Uncategorized অন্যান্য

  1. মামুন মোল্লা ঃ খুলনা জেলার পাইকগাছা থানা নিবাসী জনৈক শেখ জাহিদুজ্জামান তার নম্বরে গত ১১ এপ্রিল বিকাশে ১৭,০০০ টাকা ক্যাশ ইন করতে গিয়ে একটি ডিজিট ভুল করলে উক্ত টাকা অন্য নম্বরে চলে যায়।

    এ বিষয়ে তিনি পাইকগাছা থানায় একটি জিডি করেন। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, খুলনা বিষয়টি অবগত হওয়ার পর এই বিষয়ে কাজ শুরু করে।

    সাইবার টিম ঐকান্তিক প্রচেষ্টা ও তথ্যপ্রযুক্তির যথোপযুক্ত ব্যবহারের মাধ্যমে এবং পাইকগাছা থানার সহায়তায় ১৭,০০০ টাকা উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত টাকা ভুক্তভোগী শেখ জাহিদুজ্জামানকে ফেরত প্রদান করা হয়।

    তিনি টাকা পেয়ে উচ্ছ্বসিত হয় এবং পুলিশের এই কাজের প্রতি কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেন। মুহূর্তেই বিষন্নতায় আবৃত তার মুখখানি আনন্দের হাসিতে উজ্জ্বল হয়ে ওঠে।

    মোবাইলে অপরিচিত নম্বর থেকে কল করলে আপনার যেকোনো ডিজিটাল তথ্য প্রদান করা থেকে বিরত থাকতে হবে।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পর্শকাতর যেকোন বিষয়ে পোস্ট করা বা কোন পোস্টে কমেন্টস বা লাইক দেওয়ার পূর্বে ভালো করে এর সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে হবে। ডিজিটাল জগতে সকলকে সচেতন হতে হবে।