ঈদে ইকো পার্কে বেড়াতে গিয়ে শিশু রাব্বি’র মৃত্যু

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিবেদক ঃ রাজধানীর শ্যামপুর ইকোপার্কে রোলার কোস্টার থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্য হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

ঈদ উৎসব মুহূর্তেই রূপ নিল শোকে। রাজধানীর শ্যামপুরের ইকোপার্কে বেড়াতে গিয়ে রোলার কোস্টার থেকে পড়ে প্রাণ গেল ১৩ বছরের রাব্বির। তার মৃত্যুতে শোকে স্তব্ধ গোটা পরিবার।
মঙ্গলবার ৩ মে দুপুর ১ টা ৩০ মিনিটের সময় এ ঘটনা ঘটে। তরতাজা সন্তানকে মুহূর্তেই হারিয়ে দিশেহারা মা, পুরো পরিবার। ঈদে নতুন পোশাক পরে চাচাতো ভাইয়ের সঙ্গে ঘুরতে বেরিয়েছিল শিশু রাব্বি। বিভিন্ন রাইডে ঘুরে ঈদের আনন্দ উদযাপন রূপ নিল নিষ্ঠুরতায়। শ্যামপুর ইকোপার্কের রোলার কোস্টারে উঠে সেখান থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায় সে। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুটির মা চিৎকার করে কেঁদে কেঁদে বলছেন, আমরা কলিজার টুকরাকে এনে দেন।
এদিকে পার্ক কর্তৃপক্ষ বলছে, তাদের কোনো দায় নেই। কোস্টারেও কোনো ত্রুটি নেই। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় রাব্বির মৃত্যুর পরও স্বাভাবিক রয়েছে পার্কের কার্যক্রম।

পার্কের দায়িত্বরত কর্মীরা বলছেন, পার্কের লক ও রাইডের নিরাপত্তা ব্যবস্থা ঠিক আছে। এখানে আমাদের কোনো প্রকার ত্রুটি ছিল না। এ ঘটনায় সুষ্ঠু বিচার চেয়েছেন পরিবারের সদস্যরা।


বিজ্ঞাপন