পিরোজপুরে সাংবাদিক মাসুম সরদারের উপর সন্ত্রাসী হামলা,প্রশাসনের হস্তক্ষেপ কামনা

Uncategorized আইন ও আদালত

মাসুম সরদার,পিরোজপুরঃ
পিরোজপুর সদর ৫নং টুনা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে বাসিন্দা সাংবাদিক মাসুম সরদার ও তার ছেলে মোহাম্মদ মুনিম সরদারকে একদল সন্ত্রাসী’রা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ী ভাবে হামলা করে এসময় সাংবাদিক মাসুম সরদারের মাথায় আঘাত করলে সাথে সাথে মাসুম সরদার মাটিতে লুটিয়ে পড়েন।এ সময় মাসুমের শালা সজীব ঢালী ও তার শাশুড়ির উপরেও হামলা করে এ সন্ত্রাসী’রা।এ হামলার ঘটনা মূহুর্তে মধ্যে ছড়িয়ে পড়লে এবং ঘটনার খবর পেয়ে ৫নং টুনা ইউনিয়নের চেয়ারম্যান ইমরান আলম খান হারুন সাংবাদিক মাসুম সরদার কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।হামলার শিকার সাংবাদিক মাসুম সরদার বলেন,মাদক সেবন করার প্রতিবাদ করায় পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে এ হামলা চালায়,আরাফাত শেখ পিতা,সহিদ শেখ,বাবু দরানী পিতা,মজীদ দরানী,অনিক দরানী পিতা,দিলু দরানী,ইয়াছিন শেখ,পিতা,সহিদ শেখ,জাকারিয়া,পিতা,হারুন শেখ,মইনুদ্দিন,
পিতা,রুহুল শেখ,হাসনা বেগম,স্বামী,সহিদ শেখসহ আরও অনেকে।আমার ছেলে মোহাম্মদ মুনিম,শালা সজীব ঢালী ও আমার শাশুড়ি আমাকে বাঁচাতে আসলে তাদের উপরেও হামলা চালায় বলেও জানান।


বিজ্ঞাপন