মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে চোরাই মোটরসাইকেল কেনাবেচা করার সময় গোয়েন্দা পুলিশের হাতে রওশন নামের এক যুবক আটক।গোয়েন্দা পুলিশের এস আই মোঃফাহাদ হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) এর নির্দেশনায় (৩ মে) মঙ্গলবার নড়াইল ডিবি পুলিশের এস আই মোঃফাহাদ হোসেন এর নেত্রীতে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ লোহাগড়া থানাধীন লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেল কেনাবেচার সময় মোঃরওশন সেখ ওরফে (সোহেল) (২৪), পিতা-মাহতাব শেখ,গ্রাম-বিলবাউলী,থানা-লোহাগড়া,জেলা-নড়াইল
কে মোটরসাইকেল সহ গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আসামিকে লোহাগড়া থানা হাজতে প্রেরণ করা হয়েছে এবং আসামির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
