সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীলতার মাধ্যমে পাবলিক নুইসেন্স সৃষ্টিকারী গ্রেফতার

Uncategorized অপরাধ

নিজস্ব প্রতিবেদক ঃ কিছু দিন ধরে বেশ কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে মিমস, ট্রল এবং রোস্টের নামে অশ্লীলতা ছড়িয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে হ্যারাজ করে আসছে।

বদমেজাজ নামক একটি পেজ থেকে এই রকম পাবলিক নুইসেন্স সৃষ্টি করলে আক্রান্ত ভুক্তভোগী সিটি-সাইবার ক্রাইম কাছে অভিযোগ করে এসি ধ্রুব জ্যোতির্ময় গোপ এর নেতৃত্বে ইন্টারনেট রেফারেল টিম অভিযুক্ত মোঃ কবির হোসেন (১৮) কে শনাক্ত করেন এবং কুমিল্লার বড়ুড়া থানা থেকে মঙ্গলবার ১০ মে, দুপুর ১৩ টা ৪৫ মিনিটের সময় সোস্যাল মিডিয়ায় অপপ্রচার চালানোর অপরাধে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে ঢাকার দক্ষিণ খান থানায় মামলা নং ১১ তারিখ ১০/০৫/২০২২ ধারা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর ৮ (৪) ও ৮ (৭) ধারায় মামলা রুজু করা হয়।

নেটিজেনদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সুস্থ ও সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য অনুরোধ করা হচ্ছে।


বিজ্ঞাপন