বঙ্গবন্ধু স্যাটেলাইটের সেবা নিতে সশস্ত্রবাহিনী চুক্তি স্বাক্ষর

Uncategorized জাতীয়

নিজস্ব প্রতিবেদক ঃ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর ব্যান্ডউইথ ব্যবহারের জন্য বিএসসিএল ও সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে সমঝোতা স্মারক এবং বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর সঙ্গে চুক্তি সই হয়েছে।

এ চুক্তির আওতায় সশস্ত্র বাহিনী (সেনা, নৌ এবং বিমান বাহিনী) ও ডিজিএফআই বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর তিনটি ট্রান্সপণ্ডার ব্যবহার করবে।তিনটি ট্রান্সপণ্ডার ব্যবহার করে আধুনিক, নিরাপদ ও উন্নত টেলিযোগাযোগ ব্যবস্থা স্থাপন করবে।

এ চুক্তির আওতায় বিএসসিএল-সশস্ত্র বাহিনীর বিভিন্ন স্থাপনাসমুহকে ট্রাান্সপন্ডারের ‘এক্সক্লুসিভ ইউজ’ সুবিধা দেবে এবং সশস্ত্র বাহিনী জরুরী প্রয়োজনে এ তরঙ্গ নিজেদের মধ্যে সমন্বয় করে ব্যবহার করতে পারবে।


বিজ্ঞাপন