অভয়নগরের পায়রা বাজারে স্বরচিত কবিতা পাঠের আসর ও কবিদের মিলন মেলা অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য

সুমন হোসেন, অভয়নগর (যশোর) ঃ
যশোর জেলার অভয়নগর উপজেলায় পায়রা বাজারে গাজী ডেকোরেটর ভবনের দ্বিতীয় তলায় শিক্ষা, সাহিত্য, সাংস্কৃতিক বিষয়ে আলোচনা সভা ও স্বরচিত কবিতা পাঠের আসর এবং কবিদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এই স্বরচিত কবিতা পাঠের আসর চলে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভবদহ মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ আব্দুল মতলেব সরদার। এ সময় অনুষ্ঠানের উদ্বোধন করেন আঞ্চলিক সাহিত্য সংগঠক ও লেখক ডা. কাদেরুজ্জামান। আয়োজোক কোটা গ্রামের চারণকবি মোঃ বাবুল আহমেদ তরফদার’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সামাজিক – সাহিতিক ও সাংস্কৃতিক সংগঠক,বাংলা বিভাগ, সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলোজি, ঝিনাইদহ ও পাবনা ক্যাডেট কলেজের প্রাক্তন বিভাগীয় প্রধান ড. সন্দ্বীপক নন্দী মল্লিক। কবিতা পাঠের অনুষ্ঠানে কবি মিলন আহমেদ তরফদারের সহযোগিতায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন যশোর সিটি কলেজের অধ্যাপক ড. সবুজ শামীম আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নজরুল গবেষক, ঘরামী ঘরের প্রতিষ্ঠাতা সাপ্তাহিক সোনালী দিন পত্রিকার সম্পাদক এইচ এম সিরাজুল ইসলাম, যশোর বিদ্রোহী সাহিত্য পরিষদের সভাপতি আহমেদ রাজু, সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা মুন্না, চলিশিয়া ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, পায়রা ইউপি চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান বিশ্বাস, চলিশিয়া ইউপি ৪ নং ওয়ার্ডের সদস্য গোলাম রসুল তরফদার, বিশিষ্ট সমাজসেবক মোঃ জাহাঙ্গীর আলম সহ প্রমুখ।
স্বরচিত কবিতা পাঠের আসর ও খুলনা বিভাগের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা কবিদের আনাগোনায় মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়। দুপুরে আমন্ত্রিত সকল অতিথিদের জন্য খাবারের মাধ্যমে আপ্যায়নের ব্যবস্থা করা হয়। এ সময় এলাকার সর্ব স্তরের মানুষ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন