লোহাগড়ায় মিথ্যা চুরির অপবাদে দুই যুবক কে মধ্যযুগীয় কায়দায় গাছের সাথে বেঁধে মারধর

Uncategorized আইন ও আদালত

পাপিয়া খানম,নড়াইলঃ
নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিথ্যা ছাগল চুরির দায়ে একই গ্রামের আঃ রশিদ শেখ এর ছেলে মোঃ ফরিদ শেখ,ও আঃ রউব শেখ এর ছেলে তরিকুল ইসলাম কে মধ্যযুগীয় ও কায়দায় গাছের সাথে বেঁধে নির্মমভাবে অত্যাচার করার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায় গত রবিবার ১৫ মে সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে ওই দুই যুকব কে বাড়ি থেকে ডেকে নিয়ে গ্রামের নান্নু শেখ এর দোকানের সামনে গাছের সাথে বেঁধে এই নির্যাতন চালানো হয়েছে এবং তাদের শরিরের বিভিন্ন যায়গায় সিগারেটের আগুন দিয়ে পোড়ানো হয়েছে।
নির্যাতনের শিকার ফরিদ শেখ সাংবাদিকদের বলেন আমি একজন পশু চিকিৎসক জানতে পারি গ্রামের হাই মুন্সীর একটা ছাগল পাওয়া যাচ্ছে না, আমি বাড়িতে থাকা অবস্থায় আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় আজমল মুন্সী এর পরে নান্নুর দোকানের পাশে একটা আগের গাছের সঙ্গে বেধেঁ আমাকে ও তরিকুল কে নির্মমভাবে নির্যাতন করেন আজমল মুন্সী, মেম্বার কালাম মুন্সী, কোরবান, নান্নু, মিলাদ, রমজান সহ ৫/৬ জন মিলে। তরিকুল ইসলাম বলেন আমি ছাগল চুরির ঘটনার কিছু জানিনা কিন্তু আমাদের পশুর মত নির্যাতন করল ওরা, ওদের বিচার চাই।

এসময় ওই দুই যুবকের দুই ভাই বলেন, ওদের মারার মধ্যে জানতে পারে তারা ছাগলটি পাশের বাড়ির শামসুর বাড়িতে বাধা আছে তখন তারা ওদের ছেড়ে দেয়।

এবিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ আবু হেনা মিলন এর সাথে কথা হলে তিনি বলেন বিষয় টা শুনেছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বিজ্ঞাপন