নড়াইল পুলিশ সুপারের তৎপরতায় নীলফামারীর চোঁরচক্রের সদস্য,নড়াইলে মাইক্রোবাসসহ আটক

Uncategorized আইন ও আদালত

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল পুলিশ সুপার প্রবীর কুমার রায়,পিপিএম (বার) এর নির্দেশনায় (১৮মে) বুধবার মাদারীপুর জেলা থেকে চুরি হওয়া মাইক্রোবাস যার রেজিষ্ট্রেশন নাম্বার (ঢাকা মেট্রো চ-৫১-৯০০৭),এসময় নড়াইল পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) এর কাছে চুরি যাওয়া মাইক্রোবাসটির বিষয়ে ম্যাসেজ আসলে তাৎক্ষণিক পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) নড়াইল জেলা পুলিশের সকল ইউনিটের কর্মকর্তাগণদের এ্যলার্ট থেকে চুরি যাওয়া মাইক্রোবাসটি যার রেজিষ্ট্রেশন নাম্বার (ঢাকা মেট্রো চ-৫১-৯০০৭) নড়াইল মহাসড়কে দেখতে পেলে আটকের নির্দেশনা প্রদান করেন। এমন নির্দেশনা পেয়ে তাৎক্ষণিক নড়াইল জেলা পুলিশ,নড়াইল জেলার গুরুত্বপূর্ন স্থানে ট্রাফিক পুলিশসহ নড়াইল জেলা পুলিশ নজরদারী করলে (১৯ মে) নড়াইল সদর থানার এ এস আই মোঃআব্দুর রহমান ও এ এস আই আনিসউজ্জামান সঙ্গীয় ফোর্সসহ নাঁকশী বাজার সংলগ্ন লোহাগড়া টু নড়াইলগামী মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ডিউটি করা কালে চোরাকারবারী মোঃওমর ফারুক,পিতা-আলাল মোল্যা,সাং-ডোমার,
থানা-ডোমার,জেলা-নীলফামারিকে গ্রেফতারসহ মাইক্রোবাসটি জব্দ করে মাইক্রোবাসসহ চোরাকারবারি,আসামিকে নড়াইল সদর থানায় হস্তান্তর পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।


বিজ্ঞাপন