গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপের সদস্য করা হল বাংলাদেশকে

Uncategorized আন্তর্জাতিক

কুটনৈতিক বিশ্লেষক ঃ চলমান বিশ্বের সংকট মোকাবিলায় জাতিসংঘের মহাসচিব জিসিআরজি “গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপ’ গঠন করেছেন।
বিশেষ করে খাদ্য, জ্বালানি এবং অর্থসংকট নিয়ে কাজ করবে এই কমিটি এবং প্রয়োজনীয় সিধান্ত গ্রহণে বিভিন্ন সংস্থাকে সহায়তা করবে।

মহাসচিবের সভাপতিত্বে সারা বিশ্বের নেতৃবৃন্দের মধ্যে থেকে ৬ জন সদস্য নিয়ে গঠন করা হয়েছে যার সদস্যরা যথাক্রমে,
আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যান সেনাগালের রাস্ট্রপতি, জি ২০ এর চেয়ারম্যান ইন্দোনেশিয়ার রাস্ট্রপতি, জি ৭ এর চেয়ারম্যান জার্মানির চান্সেলর, CARICOM এর চেয়ারম্যান বারবাডোজের প্রধানমন্ত্রী, ডেনমার্কের প্রধানমন্ত্রী, এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সপ্তাহ তিনেক আগে জাতিসংঘের মহাসচিব ফোনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এই কমিটিতে থাকার আহবান জানান।চলমান বৈশ্বিক এই দূর্যোগকালে জাতিসংঘ এই কমিটিতে বাংলাদেশকে এর সদস্য করা নিঃসন্দেহে দেশের জন্য গর্বের ব্যাপার।


বিজ্ঞাপন