ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক অভিযান কার্যক্রম পরিচালিত

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিনিধি ঃ সোমবার ২৩ মে, সকাল সাড়ে ১১ টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক সিরাজদিখানে বালুরচর বাজার এলাকায় অভিযান কার্যক্রম পরিচালিত হয়।

রায়হান বেকারি তে মনিটরিং কালে দেখা যায় যে, নিষিদ্ধ পন্য এমোনিয়া বিস্কুটে মিশানো হচ্ছে, বিস্কুট ও পাউরুটিতে উতপাদনের তারিখ মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করা হচ্ছে না, মেয়াদোত্তীর্ণ চেরিফল ও রঙ ব্যবহার করা হচ্ছে। বেকারি টিকে ১৫,০০০ টাকা জরিমানা করা হয়।
মুসাফির স্টোরে মনিটরিং কালে দেখা যে, পন্য সামগ্রীর মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না, চাম্পা রঙ নামে ননফুডগ্রেড ইন্ডাস্ট্রিয়াল রং বিক্রি করা হচ্ছে। দোকানটিকে ২০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক আসিফ আল আজাদ। সিরাজদিখান থানা পুলিশের একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব শাহ আলম অভিযানে সহযোগিতা করেন।


বিজ্ঞাপন