ঢাকার বাইরে সিলেটে প্রথম দুই জন্মবধির শিশুর সফল কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিবেদক ঃ ঢাকার বাইরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালে প্রথমবারের মতো দুই জন্মবধির শিশুর কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে।

গত বুধবার ঢাকার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা ও হেড সার্জারি বিভাগের একদল দক্ষ সার্জন-চিকিৎসক দুটি টিমে ভাগ হয়ে অস্ত্রোপচারের মাধ্যমে আদ্রিকা রায় কথা (৪) ও তাসফিয়া জান্নাত (২) নামের দুই জন্মবধির (প্রবণ ও বাক প্রতিবন্ধী) শিশুর কানে কক্লিয়ার ইমপ্ল্যান্ট স্থাপন করেন। অপারেশনের পর তারা সুস্থ আছে বলে জানিয়েছেন অপারেশন টিমের সদস্যরা।

কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জিকেল টিমের প্রধান নাক-কান-গলা ও হেড সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটুর সার্বিক তত্বাবধানে প্রথম অপারেশন টিমের নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কানু লাল সাহা।

টিমের বাকি সদস্যরা হলেন সিওমেক এর নাক-কান-গলা ও হেড সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা.কৃষ্ণকান্ত ভৌমিক, ডা. আতিক চৌধুরী, ডা. তারিকুল ইসলাম ও ডা. অরূপ রাউৎ।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. হারুনুর রশীদ তালুকদার ইয়ামিন-এর নেতৃত্বে দ্বিতীয় অপারেশন টিমের সদস্যরা হলেন- সিওমেক-এর সহকারী অধ্যাপক ডা. মো. শাহ কামাল, ডা. মেশকাত রায়হান, ডা. মাছুম বিল্লাহ ও ডা. বিনয় সেন।

অপারেশন টিমে আরও সদস্য হিসেবে ছিলেন- সহযোগী অধ্যাপক ডা. ইমাদ হোসেন চৌধুরী, কক্লিয়ার ইমপ্ল্যান্ট কার্যক্রম কর্মসূচি পরিচালক ও সহকারি অধ্যাপক ডা. নূরুল হুদা নাঈম, সহকারী অধ্যাপক ডা. মুখলেছুর রহমান শামীম, সহকারী অধ্যাপক ডা. আব্দুল কাইয়ুম আনসারী, আবাসিক সার্জন ডা. এম. নূরুল ইসলাম, জুনিয়র কনসালটেন্ট ডা. দেবাশীষ বসু, রেজিস্ট্রার ডা. সুশান্ত সিংহ, রেজিস্ট্রার ডা. আব্দুল হাফিজ শাফী ও ডা. জহিরুল ইসলাম। অডিওলজিস্ট হিসেবে ছিলেন সহকারী অধ্যাপক শিবাজি (ভারত) ও আনোয়ার শাহাদাত। এনেস্থেশিওলজিস্ট’র দায়িত্ব পালন করেন ডা. ফুজায়েল আহমেদ, ডা.নিঝুম দাশ, ডা. রায়হান আহমেদ।


বিজ্ঞাপন