মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের লোহাগড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে রেজাউল করিম পটু মোল্যা (৫২) নামে এক জনকে কুপিয়ে হত্যা। লোহাগড়া উপজেলার তালবাড়িয়া গ্রামে আজ (১৩ জুন) সোমবার বিকাল ৪ ঘটিকার দিকে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম পটু দিঘলিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক বলে জানা যায়। জানাগেছে, নিহত রেজাউল করিম পটু’র বসতবাড়ি সংলগ্ন পায়ে চলাচলের রাস্তার জমি নিয়ে প্রতিবেশি চাচাতো ভাইয়ের ছেলে ইজাজুল মোল্যার সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। নিহত রেজাউল করিম পটু নড়াইলে আদালতে মামলার হাজিরা শেষে বাড়িতে ফিরছিলেন। এসময় বিকাল ৪ ঘটিকার দিকে তালবাড়িয়া পশ্চিমপাড়ায় পৌঁছালে একই গ্রামের মৃত আফজাল মোল্যার ছেলে ইজাজুল মোল্যার নেতৃত্বে ইকরাজুল,সাব্বির,হাকিমুল,আলিমুল,ওলিয়ার শিকদারসহ ৮/১০ জনের একদল দূর্বৃত্ত রামদা ও ছ্যানদা দিয়ে তার মাথায় ও সরিরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে গুরুতর আহত করে। এলাকাবাসি মূমুর্ষ অবস্থায় আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে,এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এদিকে নড়াইলের সুশিল সমাজের দাবি সমাজ ব্যবস্থার অবনতীর কারনে বর্তমান নড়াইলে খুনের পরিমান বেড়ে গেছে এবং আইন ব্যবস্থার অবনতীর কারনেই এমন খুনের ঘটনা প্রতিনিয়তই নড়াইলে ঘটছে বলেও জানান।