বন্যা ও ভূমি ধসের কারনে বাংলাদেশের ভেতর দিয়ে যাত্রী পরিবহনের অনুমতি চায় ভারত

Uncategorized আন্তর্জাতিক

কুটনৈতিক বিশ্লেষক ঃ বন্যা ও ভূমি ধসের কারনে বাংলাদেশের ভেতর দিয়ে যাত্রী পরিবহনের অনুমতি চায় ভারত।
স্মরণকালের সর্বোচ্চ মাত্রা বৃষ্টিপাত হচ্ছে ভারতের চেরাপুঞ্জিতে। এতেই বন্যায় লন্ডভন্ড হয়ে যাচ্ছে বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী জেলাগুলো। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধ্বসে গতকাল মেঘালয় রাজ্যের NH-6 প্রধান সড়কটি একেবারে ধুয়ে গেছে।
ফলে আসাম,মিজোরাম,ত্রিপুরা, মণিপুর এর সাথে ভারতের অন্যান্য অঞলের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
যোগাযোগ বিচ্ছিন্ন হওয়াতে এই রাজ্যগুলোর সাথে বর্তমানে ভারত কার্যত বিচ্ছিন্ন। তাদের ভাষ্যমতে বন্যাকবলিতদের জরুরি সহায়তা এবং যাত্রী পরিবহন বিঘ্নিত হচ্ছে। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহও বন্ধ রয়েছে এই রাজ্যগুলোতে। বর্তমানে এই রাজ্যগুলোতে ৫দিনের পেট্রোল এবং ৯দিনের ডিজেল মজুত রয়েছে।

এই অবস্থায় গতকাল শুক্রবার ১৭ জুন ভারতের রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল কোম্পানি state government has also asked Indian Oil Corporation Limited (IOCL) এবং ত্রিপুরা সরকার বাংলাদেশের ভূমি ব্যবহার করে যাত্রী ও জ্বালানি তেল পরিবহন করার আর্জি জানিয়েছে বাংলাদেশের কাছে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *