চট্টগ্রামের পাহাড় ধসের পৃথক ঘটনায় ৪ জন নিহত ও ২ জন আহত

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিনিধি ঃ চট্টগ্রামের আকবর শাহ এলাকায় পাহাড় ধসের পৃথক ঘটনায় ৪ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।

গত শুক্রবার ১৭ জুন দিবাগত রাত ১টার দিকে আকবর শাহ থানার বরিশাল ঘোনা ও রাত ৩টার দিকে ফয়েস লেকের বিজয় নগর এলাকায় পৃথক এ ঘটনা ঘটে।

৪ জন মারা যাওয়ার বিষয়টি গণমাধ্যম কে
নিশ্চিত করেছেন পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) শাকের আহমেদ।

তিনি বলেন, রাত ১টার দিকে চট্টগ্রামের আকবরশাহ থানার ১ নম্বর ঝিলের বরিশাল ঘোনা এলাকায় পাহাড় ধসের সংবাদ পাই। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহিনুর আক্তার (২৬) ও মাইনুল আক্তার (২৪) নামে দুইজনকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার গণমাধ্যম কে বলেন, রাত ৩টার দিকে আকবরশাহ থানার ফয়েস লেকের লেকসিটি বিজয় নগর এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করে। সেখানে লিটন ( ২৩) ও ইমন (১৪) নামে দুইজনের মৃত্যু হয়। তিনি বলেন, রাত একটার দিকে বরিশাল ঘোনা এলাকায় আগে ঘটনা ঘটে। এর পর রাত ৩টার দিকে লেকসিটির বিজয় নগর এলাকায় এ ঘটনা ঘটেছে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *