মামুন মোল্লা (খুলনা) ঃ বুধবার ২২ জুন, খুলনা ফুলতলা উপজেলার ইউ,আর,সি ট্রেনিং সেন্টারে ভোটার তালিকা হালনাগাদ করণ উপলক্ষে তথ্য সংগ্রহকারীও সুপার ভাইজারদের ১ দিন ব্যপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন খুলনা বিভাগের নির্বাচনী অফিসার ইউনুস আলী। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার খুলনা,এম,মাজহারুল ইসলাম, প্রশিক্ষণ কোর্স হিসেবে দায়িত্ব পালন করেন ফুলতলা উপজেলা রেমিট্যান্স অফিসার শেখ জাহিদুর রহমান, উক্ত প্রশিক্ষণ কর্মশালায় ৬০ জন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা অংশ গ্রহণ করেন। আগামী ২৫ জুন, ২০২২ তারিখ হতে বাড়ী বাড়ী গিয়ে সকল ভোটার দের তালিকা হালনাগাদ করবে যাদের জন্ম ১ জানুয়ারী ২০০৭ সালের পূর্বে। নাগরিকদের তথ্য সংগ্রহের মাধ্যমে ভোটার তালিকা হালনাগাদ শুরু করা হবে। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকগণ।