মানিকগঞ্জের মাদক মামলায় সাজাপ্রাপ্ত ১০ বছর পলাতক মোঃ সেলিম ওরফে বিপ্লব র‍্যাবের হাতে গ্রেফতার

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিবেদক ঃ মানিকগঞ্জ সদর থানাধীন পোড়রা এলাকা হতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১০ বছর যাবত পলাতক আসামী মোঃ সেলিম ওরফে বিপ্লবকে গ্রেফতার করেছে র‌্যাব-৪, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।



জানা গেছে, র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার ২৩ জুন, রাত অনুমান সাড়ে ৮ টার সময় মানিকগঞ্জ জেলার সদর থানাধীন এলাকার পোড়রা গ্রামে অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১০ বছর যাবত পলাতক আসামী মোঃ সেলিম ওরফে বিপ্লব (৪২)’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতার কৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও মামলার নথিপত্রাদি পর্যালোচনায় জানা যায় যে, গত ২৮ সেপ্টেম্বর ২০১২ তারিখে মানিকগঞ্জ শহরের পোড়রা এলাকা হতে ৩২ বোতল ফেনসিডিল ও ১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী সেলিম ওরফে বিপ্লব আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হলে তার নামে মানিকগঞ্জ সদর থানায় একটি মাদক মামলা রুজু হয় যার মামলা নং ৪৯(৯)১২ তারিখ ২৮/০৯/২০১২। পরবর্তীতে উক্ত আসামী ০৩ মাস কারাভোগের পরে ২০১৩ সালে জামিনে বের হয়ে তার শান্তি নিশ্চিত জেনে আত্মগোপনে চলে যায়।
উক্ত মামলার বিচারকার্য শেষে আদালত আসামী মোঃ সেলিম ওরফে বিপ্লবকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১) এর টেবিল ৩(খ) ধারায় যাবজ্জীবন কারাদন্ড তৎসহ ৫০০০ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এবং একই সাথে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১)এর টেবিল১(ক) ধারায় দুই বছরের সশ্রম কারাদন্ড তৎসহ ৫০০০ টাকা অর্থদন্ড আনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক জারিকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পরোয়ানা রুজু হবার পর হতে আসামী মোঃ সেলিম ওরফে বিপ্লব নিজেকে আত্মগোপন করার জন্য ছদ্মবেশ ধারণ করে মানিকগঞ্জ জেলার শিবালয়, সাটুরিয়া, সিংগাইর থানা ও পার্শ্ববর্তী ধামরাই এবং আশুলিয়া এলাকায় আত্মগোপনে ছিল। এ সময় আসামী রিক্সা, ভ্যান ও অটো চালিয়ে জীবিকা নির্বাহ করতো।
গ্রেফতারকৃত আসামীকে মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। ভবিষ্যতে এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে র‌্যাবের জোড়ালো অভিযান অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *