নিজস্ব প্রতিনিধি ঃ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রামের উদ্যোগে ২৬ জুন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন হোটেল সৈকত-এর ব্যাঙ্কুয়েট হলে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম -এর অতিরিক্ত পরিচালক মোঃ মজিবুর রহমান পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. জাকির হোসেন খান, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শামসুল আলম, চট্টগ্রামের জেলা প্রশাসক মোঃ মমিনুর রহমান, পুলিশ সুপার এসএম রশিদুল হক, র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্ণেল এম এ ইউসুফ ও বিজিবি ৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আহমেদ হাসান জামিল।
স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমা। অনুষ্ঠানের পূর্বে মাদকবিরোধী মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও মানববন্ধনে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, মসজিদের ইমাম ও খতিব, অভিভাবকবৃন্দ, বেসরকারি নিরাময় কেন্দ্রের প্রতিনিধিবৃন্দ, কনজুমার এসোসিয়েশন বাংলাদেশ (ক্যাব) এর প্রতিনিধি, মন্দিরের পুরহিতগণ, বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিবৃন্দ, প্রথম আলো বন্ধুসভার সদস্য ও ২৬ জুন উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।