শরীয়তপুর পুলিশ লাইন্সে জেলা পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিনিধি ঃ বুধবার ২৯ জুন সকাল ১০ টায় শরীয়তপুর পুলিশ লাইন্স ড্রিলসেডে জেলা পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়।

উক্ত কল্যান সভায় সভাপতিত্ব করেন এবং জেলা পুলিশের কল্যান সংক্রান্তে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এস. এম. আশরাফুজ্জামান, পুলিশ সুপার, শরীয়তপুর (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)।

উক্ত কল্যান সভায় পুলিশ সুপার, শরীয়তপুর শরীয়তপুর জেলার মে/২০২২ খ্রিঃ মাসের শ্রেষ্ঠ অফিসারদের পুরষ্কার ও সার্টিফিকেট প্রদান করেন।
এছাড়াও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ অফিসারদের বিশেষ পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করেন পুলিশ সুপার।
শরীয়তপুর জেলার মে/২০২২ খ্রিঃ মাসের শ্রেষ্ঠ সার্কেল অফিসার এস. এম. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল)

শরীয়তপুর, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান, অফিসার ইনচার্জ, ভেদরগঞ্জ থানা, শরীয়তপুর, শ্রেষ্ঠ এএসআই (নিঃ) মোঃ জালাল উদ্দিন, পালং মডেল থানা, শরীয়তপুর, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই (নিঃ) মোঃ হায়দার আলী, নড়িয়া থানা, শরীয়তপুর, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার সার্জেন্ট মুজাহিদুর রহমান, সদর ট্রাফিক, শরীয়তপুর।

বিশেষ পুরস্কার কনস্টেবল মোঃ রফিকুল ইসলাম, পুলিশ সুপারের কার্যালয়, শরীয়তপুর, কনস্টেবল মোঃ আলআমিন মুফতি, পুলিশ লাইন, শরীয়তপুর, বি. এম রুহুল আমিন, স্টেনো টাইপিস্ট, পুলিশ সুপারের কার্যালয়, শরীয়তপুর, মোঃ মাহবুবুর রহমান, বিক্রয় সহকারী, পুলিশ রেশন স্টোর, শরীয়তপুর।

এ সময় পুলিশ সুপার বলেন ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করলে সকলেই ভালো কাজের প্রতি অগ্রসর হবে এবং ডিউটিতে সকলের মনোবল বৃদ্ধি পাবে।

এছাড়াও তিনি আরো বলেন, পুলিশ সদস্যদের কাজের মাধ্যমে জনগনের আস্থা অর্জন করতে হবে, জনগনের আস্থার পুলিশ হতে হবে সকলকে এবং মানুষের সাথে ভালো আচরণ করতে হবে বলে জানান পুলিশ সুপার।

এ সময় উপস্থিত ছিলেন আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল), শরীয়তপুর সহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ বৃন্দ, ইন্সপেক্টর বৃন্দ ও বিভিন্ন থানা ফাঁড়ী হতে আগত এবং পুলিশ লাইন্সের বিভিন্ন পর্যায়ের অফিসার-ফোর্সবৃন্দ।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *