বঙ্গোপসাগরে মাছ চুরির সময় ৮ ভারতীয় নৌযান সহ ১৩৫ জন আটক

Uncategorized অপরাধ


নিজস্ব প্রতিনিধি ঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত বঙ্গোপসাগরে ২০ মে, থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিনব্যাপী সকল প্রকার সামুদ্রিক মাছ ধরার নিষেধাজ্ঞার কার্যকরী বাস্তবায়নের লক্ষ্যে নৌবাহিনীর জাহাজ ও মেরিটাইম পেট্রোল এয়ার ক্রাফট (এমপিএ) কর্তৃক নিয়মিত টহল প্রদানকালে নৌবাহিনীর এমপিএ পটুয়াখালী জেলার কুয়াকাটা সংলগ্ন রাবনাবাদ চ্যানেলের অদূরে পায়রা ফেয়ারওয়ে বয় এলাকায় বিপুল সংখ্যক বিদেশী ফিশিং ট্রলারের অবস্থান সনাক্ত করে।

পরবর্তীতে গভীর সমুদ্রে টহলরত নৌবাহিনীর জাহাজ বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক জলসীমা থেকে ৩৬-৬০ নটিক্যাল মাইল (৬৭-১১১ কিঃ মিঃ) অভ্যন্তরে ৮টি ভারতীয় ফিশিং ট্রলারকে অবৈধভাবে মৎস্য আহরণরত অবস্থায় ১৩৫ জন ভারতীয় ক্রুসহ আটক করে। আটককৃত ক্রুসহ ফিশিং ট্রলার সমূহকে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বাগেরহাট জেলার মোংলা থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *