নিজস্ব প্রতিবেদক ঃ বুধবার ২৯ জুন রাজধানীর বংশাল এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই এর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উক্ত অভিযান পরিচালনা কালে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন ( বিএসটিআই) এর আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক প্রোটেক্টিভ হেলমেট ফর স্কুটার এন্ড মোটরসাইকেল রাইডার পণ্যের অনুকূলে বিএসটিআই’র ছাড়পত্র গ্রহণ ব্যতিত বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে ৩০,০০০টাকা জরিমানা করা হয় এবং একই এলাকায় অন্য কাজী অটো ও আজিজ অটো-কে বিএসটিআই’র ছাড়পত্র গ্রহণ করে ব্যবসা পরিচালনা করায় ধন্যবাদসহ পরামর্শ প্রদান করা হয়।
উক্ত মোবাইল কোর্ট বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই’র কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন।