স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল গুহের মৃত্যুতে শ্রম প্রতিমন্ত্রীর শোক

Uncategorized অন্যান্য



নিজস্ব প্রতিবেদক ঃ বুধবার ২৯ জুন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
বুধবার এক শোক বার্তায় শ্রম প্রতিমন্ত্রী বলেন, রাজনীতিকে দেশ ও মানুষের সেবার ব্রত হিসেবে নিয়েছিলেন নির্মল গুহ। নির্মল রঞ্জন গুহ ছিলেন দেশ ও দলের জন্য নিবেদিতপ্রাণ। যা নবীন রাজনৈতিক নেতা-কর্মীদের জন্য অনুকরণীয়।

প্রতিমন্ত্রী প্রয়াত নির্মল গুহের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

২০১৯ সালে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্বাচিত হওয়ার অনেক আগে থেকে ছাত্রলীগের হাত ধরে নির্মল রঞ্জন গুহের রাজনীতিতে পথচলা শুরু। ছাত্রাবস্থায় তিনি ঢাকার দোহার উপজেলায় নয়াবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক থেকে শুরু করে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন আহ্বায়কের দায়িত্ব পালন করেন।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে ৫৮ বছর বয়সে নির্মল গুহ পরলোক গমন করেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *