বর্ণাঢ্য কর্মজীবন কাটিয়ে বিদায় নিলেন একজন পরিশ্রমী, নির্ভরযোগ্য পুলিশ কর্মকর্তা আব্বাসউদ্দীন

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিনিধি ঃ বুধবার ২৯ জুন ২০২২ তারিখ সকাল ১১ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদরদপ্তর সম্মেলন কক্ষে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পিএমটি মোঃ আব্বাসউদ্দীন এর অবসরজনিত কারণে মাননীয় বিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) প্রলয় চিসিম এর সভাপতিত্বে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সদা হাস্যোজ্জল আব্বাস উদ্দিন ১০ জানুয়ারী ১৯৮৮ সালে আউটসাইড ক্যাডেট, এসআই (নিঃ) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করে ৩ মার্চ ২০০০ পুলিশ পরিদর্শক, ১৯ জুন ২০১৩ এএসপি এবং ২০১৮ সালে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত হন।

চাকুরী জীবনে বিভিন্ন ইউনিটে সততা, নিষ্ঠা,সুনাম ও দক্ষতা অর্জন করে ধাপে ধাপে বর্ণিত পদোন্নতি পেয়ে সর্বশেষ তিনি অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার পিএমটি হিসেবে কর্মরত থেকে অবসর জনিত বিদায় বরণ করেন।

বিদায় অনুষ্ঠানে সহকর্মীদের বক্তব্যে বিদায়ী অতিথি অত্যন্ত দক্ষ, গুণী, সংগ্রামী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার চৌকস কর্মকর্তা হিসেবে আলোচিত হন, একই সাথে তার অবসরোত্তর জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এ-সময় বিদায়ী অতিথিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা , সম্মাননা সূচক ক্রেষ্ট ও উপহার সামগ্রী তুলে দেন সভাপতি।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন মোঃ রাসেল পিপিএম সেবা এর সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন বিএমপি এনামুল হক , উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর বিএমপি মোঃ নজরুল হোসেন , উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস বিএমপি মোঃ জুলফিকার আলি হায়দার, উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন বিএমপি ( অতিরিক্ত ডি আই জি পদে পদোন্নতিপ্রাপ্ত ) মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি এসএম তানভীর হোসেন আরাফাত পিপিএম বার, উপ-পুলিশ কমিশনার বিএমপি নগর বিশেষ শাখা খাঁন মোহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার নগর গোয়েন্দা বিএমপি মোঃ মনজুর রহমান পিপিএম বার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *