নিজস্ব প্রতিবেদক ঃ সিলেটে সাম্প্রতিক বন্যায় ঝুঁকিগ্রস্ত ৩৫ লাখ শিশু ও তাদের পরিবারের জরুরি প্রয়োজনে সাড়া দিতে ইউনিসেফ এবং অংশীদাররা সরকারের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই মধ্যে ইউনিসেফ ১৭ লাখেরও বেশি পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট এবং ৯ হাজার পানির গ্যালন বিতরণ করেছে।
জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রায় ৭২ লক্ষ মানুষকে জীবন রক্ষাকারী উপকরণ ও সেবা প্রদানের জন্য ২৫ লাখ ডলারের আহ্বান জানাচ্ছে ইউনিসেফ।
