অর্থনৈতিক বিশ্লেষক ঃ জাপান বংলাদেশের তিনটি প্রকল্পে প্রায় ১,৬৫,৯৮৯ মিলিয়ন ইয়েন বা আনুমানিক ১১,৪০.৫৭ কোটি টাকা দিচ্ছে। মোট এই অর্থের মধ্যে জাপান দুটি প্রকল্পে বিনিয়োগের জন্য ১৬৫৮৬১ মিলিয়ন ইয়েন অথবা আনুমানিক ১১,৪০০ কোটি টাকা দেবে।
অনুমোদিত আরেকটি প্রকল্পে ১২৮ মিলিয়ন ইয়ন বা আনুমানিক ৯.৫৭ কোটি টাকা দেবে। বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে ৪৩তম ওডিএ ঋণ প্যাকেজ (১ম ব্যাচ) এর আওতায় দুটি উন্নয়ন প্রকল্পের জন্য ‘এক্সচেঞ্জ অব নোটস’ ও ‘ঋণ চুক্তি’ এবং একটি প্রকল্পের জন্য ‘গ্রান্ট এগ্রিমেন্ট’ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ঋণের সুদ হবে ০.৭০ শতাংশ, পরামর্শ সেবার জন্য ০.০১ শতাংশ এবং ১০ বছরের রেয়াতকালসহ এই ঋণ পরিশোধের মেয়াদ ৩০ বছর।
পাশাপাশি, ঢাকা ও রংপুরে ইম্প্রুভমেন্ট অব মেট্রোলজিক্যাল রাডার সিস্টেম প্রকল্পের জন্য জাপান আরো ৯.৫৭ কোটি টাকা দেবে। জাপান বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে আর্থিক সহায়তাকারী বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী।
