বিমানবাহিনীর জন্যে দেশেই ড্রোন তৈরীর কার্যক্রম চলমান রয়েছে —সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী

Uncategorized জাতীয়


নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য জানতে চেয়েছিলেন, দেশের সামরিক শক্তি বৃদ্ধিতে বিমান বাহিনী কর্তৃক যুদ্ধ বিমান ও হেলিকপ্টার তৈরীর কোন পরিকল্পনা সরকারের হাতে আছে কিনা।

প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী জানিয়েছেন, যুদ্ধ বিমান ও হেলিকপ্টার তৈরী একটি উচ্চ প্রযুক্তি নির্ভর, জটিল ও সময় সাপেক্ষ প্রক্রিয়া।

বাংলাদেশ বিমানবাহিনীতে বর্তমানে বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান ও হেলিকপ্টার ওভারহল করা হচ্ছে,যেখানে উচ্চ প্রযুক্তি ও দক্ষতার প্রয়োজন হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ বিমানবাহিনীতে গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে নিজস্ব প্রযুক্তিতে স্বল্প পরিসরে প্রাথমিক প্রশিক্ষণ বিমান ও UAV তৈরীর কার্যক্রম চলমান আছে। কৌশলগত দিকনির্দেশনা অনুযায়ী ধীরে ধীরে এই প্রচেষ্টা সফলতার পথ ধরে একদিন বাংলাদেশ উচ্চ প্রযুক্তির যুদ্ধ বিমান,হেলিকপ্টার এবং ড্রোন তৈরী করতে সক্ষম হবে ইনশাআল্লাহ।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *