মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের অধ্যক্ষের গলায় জুতার মালা দেবার ঘটনায় দেশের বাম গণতান্ত্রিক জোট বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন। তারা মনে করেন,স্থানীয় যে সকল শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তাদের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে,তাদের অধীনস্থ দ্বিতীয় সারির কর্মকর্তা সমন্বয়ে গঠিত কমিটি প্রভাবমুক্ত হয়ে নিরপেক্ষ তদন্ত করতে পারবে না। বাম নেতৃবৃন্দ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার পূর্বক অধ্যক্ষকে যথাযথ মর্যাদায় দ্রুত কলেজে ফিরিয়ে নেবার দাবি জানিয়েছেন। পাশাপাশি সরকারের বিচারহীনতা ও সাম্প্রদায়িকতা তোষনের অপকৌশলের রাজনীতির বিরুদ্ধে সকল শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার আহবান জানান। এসব ঘটনার প্রতিবাদে আগামি ৬ জুলাই বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে দেশব্যাপী প্রতিবাদ ও সম্প্রীতি সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছেন। বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে নড়াইল রেড ক্রিসেন্ট অফিস কক্ষে স্থানীয় সুধিমহল ও গণমাধ্যমকর্মীদের সামনে জোট নেতৃবৃন্দ এু দাবিনামা ও কর্মসূচির ডাক দেন। এর আগে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কক্ষে জেলা প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। নেতৃবৃন্দ প্রশাসনের সামনে একজন কলেজের অধ্যক্ষকে জুতার মালা পরিয়ে হেনস্থা করার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন,প্রশাসনের কর্তাব্যক্তি ও পর্য়াপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর উপস্থিতিতে অধ্যক্ষকে হেনস্থার দায় সরকারকেই নিতে হবে।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান নেতৃবৃন্দকে বলেন,পদ্মাসেতু উদ্বোধনের পূর্বমুহুর্তে যথেষ্ট সতর্কতা অবলম্বন করে আমরা সমস্যার সমাধানের আপ্রাণ চেষ্টা করেছি। বাম নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ইউনাইটেড কমিউনিষ্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড অধ্যাপক আব্দুস সাত্তার,বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের ওর্যার্কাস পার্টির (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ.বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) কেন্দ্রীয় কমিটির সদস্য শফিউর রহমান শফি ও ইউনাইটেড কমিউনিষ্ট লীগ নেতা রণজিৎ চ্যাটার্জি।
এ সময় বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু,বীর মুক্তিযোদ্ধা এস,এ মতিন,রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন,জাসদ নেতা সাইফুজ্জামান বাদশা,কল্যাণ মুখার্জি প্রমুখ।
