বিএমপি’র ঈদ-উল আযহা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত|| নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে থাকছে চেকপোস্ট

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিনিধি ঃ আসন্ন পবিত্র ঈদুল আযহা ২০২২ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার ৩০ জুন তারিখ সকাল এগারোটায় পুলিশ লাইন্স ড্রিলশেডে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) প্রলয় চিসিম এর সভাপতিত্বে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ঈদযাত্রা নির্বিঘ্ন করতে লঞ্চঘাট, নথুল্লাবাদ-রুপাতলী বাস টার্মিনালে কন্ট্রোল রুম স্থাপন, নিয়মিত চেকপোস্ট ও বাড়তি নিরাপত্তা জোরদারে সাদা পোশাকসহ বিভিন্ন স্তরে নিরাপত্তা প্রদানে মাঠে অবস্থান সংক্রান্ত আলোচনা করা হয় পাশাপাশি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্টদের স্ব-স্ব অবস্থান থেকে উপস্থিত সকলে সমন্বয় করে কাজ করার সহমত পোষণ করা হয়।

এডিসি (ক্রাইম অপস এন্ড প্রসিকিউশন) রাসেল পিপিএম সেবা’র সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) বিএমপি মোঃ এনামুল হক, ডিসি (সাপ্লাই এন্ড লজিস্টিকস) মোঃ জুলফিকার আলি হায়দার, ডিসি( ট্রাফিক) এস এম তানভীর হোসেন আরাফাত পিপিএম বার, ডিসি (ডিবি) মোঃ মনজুর রহমান পিপিএম বার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক, ডিডি এনএসআই, বরিশাল, ডিজিএফআই প্রতিনিধি, সিভিল সার্জন, শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, নৌ পুলিশ, আনসার প্রতিনিধি, নথুল্লাবাদ- রুপাতলী বাস মালিক, প্রতিনিধি, লঞ্চ মালিক/ শ্রমিক প্রতিনিধি, পশুর হাটের প্রতিনিধি সহ বিভিন্ন দপ্তর থেকে সম্মানিত ব্যাক্তিবর্গ।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *