রাজশাহীতে দারুচিনি প্লাজা মার্কেট নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে সভা অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিনিধি ঃ গতকাল বৃহস্পতিবার ৩০ জুন
পিপিপি‘র আওতায় রাজশাহী সিটি কর্পোরেশনের দারুচিনি প্লাজা বহুতল মার্কেট নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের মেয়র দপ্তরকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সভায় দারুচিনি প্লাজা মার্কেট নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

সভায় এমএসসি ডেভেলপারস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ সালাউদ্দিন, ডিরেক্টর মেজর জেনারেল (অবঃ) হুমায়ুন কবির, এডব্লিউআর ডেভেলপমেন্ট লিমিটেডের ডিরেক্টর মেজবাহ উদ্দিন ও এনাম ট্রেডওয়ে ইন্টারন্যাশনালের প্রোপ্রাইটার এনায়েতুর রহমান উপস্থিত ছিলেন।

সভায় সিটি কর্পেরেশনের পক্ষে ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এবিএম শরীফ উদ্দিন, সচিব মশিউর রহমান, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ই সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *