১ জুলাই থেকে রাঙামাটিতে আইনশৃঙ্খলা রক্ষায় আর্মড পুলিশের কার্যক্রম শুরু

Uncategorized অন্যান্য


নিজস্ব প্রতিনিধি ঃ শুক্রবার ১ জুলাই থেকে আইনশৃঙ্খলা রক্ষায় রাঙ্গামাটিতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর টহল কার্যক্রম শুরু হয়েছে। সরকারে সিদ্ধান্ত অনুযায়ী তিন পার্বত্য জেলায় তিনটি এপিবিএন ব্যাটালিয়ন চালু করার কাজ এগিয়ে চলেছে।

এরমধ্যে রাঙ্গামাটিতে ১৮ এপিবিএন ব্যাটালিয়ন হেডকোয়ার্টার, বান্দরবানে ১৯ এপিবিএন ব্যাটালিয়ন হেডকোয়ার্টার এবং খাগড়াছড়িতে ২০ এপিবিএন ব্যাটালিয়ন হেডকোয়ার্টার স্হাপন করা হবে। ৩টি এপিবিএন ব্যাটালিয়ন এর অধীনে মোট ৩০ টি ক্যাম্প চালু হবে।
এই ৩০টি ক্যাম্প হল পূর্বে ত্যাগ করে আসা সেনাবাহিনীর ক্যাম্প সমুহ। পর্যায়ক্রমে পুলিশ সদস্যরা সেসব ক্যাম্পে যোগদান করবেন। ৩ টি ব্যাটালিয়ন সমন্বয়ের জন্যে একজন ডিআইজি থাকবেন, যার কার্যালয় থাকবে রাঙ্গামাটিতে।
তবে এখনো পূর্ণ জনবল নিয়োগ এবং সরন্জামাদি এসে না পৌঁছাতে এপিবিএন ব্যাটালিয়ন ১ নিরাপত্তার দায়িত্বে থাকছে। শুক্রবার থেকেই তাদের অধীনেই ২টি টহল দল রাঙ্গামাটি শহরে কাজ শুরু করেছে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *