নিজস্ব প্রতিবেদক ঃ বৃহস্পতিবার ৭ জুলাই, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবানির মাংসের নিরাপদতায় সম্ভাব্য ঝুঁকিসমূহ মোকাবিলায় করণীয় সম্পর্কে ক্রেতা-বিক্রেতাসহ সংশ্লিষ্ট সকলের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক মাইকিং, মনিটরিং ও লিফলেট বিতরণ করা হয়।
এসময় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাধীন নয়নপুরস্থ রূপচান বিবি ডেইরি খামারে গরু মোটাতাজাকরণে স্টেরয়েডের ব্যবহার পরিলক্ষিত হওয়ায় খামার সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এজাতীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকতে নির্দেশনা প্রদান করা হয়।