যুব সমাজের আইকন ছিলেন বঙ্গবন্ধু —— প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Uncategorized অন্যান্য

বিশেষ প্রতিবেদক ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে কোনো জাতির মূল শক্তির জায়গা হলো তার যুবসমাজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিষয়টি খুব ভালোভাবে অনুধাবন করতে পেরেছিলেন। সেজন্য ক্ষমতায় থাকাকালে তিনি যুবসমাজের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। যুবসমাজের আইকন ছিলেন বঙ্গবন্ধু।

গতকাল শুক্রবার (১৫ জুলাই) ‘বিশ্ব যুব দক্ষতা দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যুবকরা আমাদের উন্নয়ন অগ্রগতির প্রধান নিয়ামক, জাতির প্রাণশক্তি। তাদেরকে যদি উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা যায় তাহলে সেই উন্নয়ন অনেক বেশি টেকসই হবে।

শেখ হাসিনা বলেন, যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করার লক্ষ্যে বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে আমরা অনেক কর্মসূচি হাতে নিয়েছি। তাদেরকে কারিগরি, তথ্য-প্রযুক্তি, বৃত্তিমূলক ও কৃষিভিত্তিক বহুমুখী প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এরপর সেই প্রশিক্ষণের আওতায় তাদের জন্য বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *