সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে আমরা দ্রুতই বৈশ্বিক এ সংকট কাটিয়ে উঠব

Uncategorized জাতীয়

বিশেষ প্রতিবেদক ঃ আপনারা সবাই জানেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানির দাম অস্বাভাবিক বেড়ে গেছে। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া-সহ ইউরোপের শক্তিশালী অর্থনীতির দেশগুলোও নজিরবিহীন চাপের মুখে পড়েছে। বিশ্বের অনেক দেশ দফায় দফায় বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়াচ্ছে।

কিন্তু জননেত্রী শেখ হাসিনার সরকার চেষ্টা করে যাচ্ছে সাধারণ মানুষের উপর অর্থনৈতিক চাপ তৈরি হয় এমন কোনো সিদ্ধান্ত না নিতে; একই সাথে দেশের অর্থনীতির চাকাও গতিশীল রাখতে। তাই, সবদিক বিবেচনা করে আমরা আমদানি ব্যয় কমিয়ে জ্বালানি সাশ্রয় নীতি গ্রহণ করেছি।

আজ থেকে ১ ঘন্টার জন্য এলাকাভিত্তিক লোডশেডিং কার্যকর হচ্ছে। গ্রাহকদের সুবিধার্থে আগে থেকেই লোডশেডিং-এর সময়সূচি জানিয়ে দিবে সংশ্লিষ্ট বিতরণ প্রতিষ্ঠানগুলো। সবাইকে আহ্বান করব- এসি, আয়রনের মতো অধিক বিদ্যুৎ খরচকারী সরঞ্জামগুলো সীমিত ব্যবহার করুন।
দোকানপাট, বিপনীবিতানসহ বিভিন্ন প্রতিষ্ঠান রাত ৮টার মধ্যে বন্ধ করার সরকারি সিদ্ধান্ত দায়িত্ব নিয়ে মেনে চলুন।
সকল ধরণের আলোকসজ্জা পরিহার করুন। অফিশিয়াল মিটিংগুলো অনলাইনে করার চেষ্টা করুন। জ্বালানি নির্ভর ব্যক্তিগত যানবাহন পরিমিত ব্যবহার করুন। আমরা যদি জ্বালানি আমদানি কমাতে পারি, তাহলে আমাদের মূল্যবান বৈদেশিক মুদ্রা অনেকাংশে সাশ্রয় হবে।
এ সংকট সাময়িক। সবার সম্মিলিত প্রচেষ্টা, দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে আমরা দ্রুতই বৈশ্বিক এ সংকট কাটিয়ে উঠব।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *