নিজস্ব প্রতিনিধি ঃ রাঙামাটিতে নিরাপত্তা বাহিনীর টহলদলের উপর সন্ত্রাসীদের গুলি, পাল্টা গুলিতে ১ সন্ত্রাসী নিহতের খবর পাওয়া গেছে।
জানা গেছে, রাঙামাটির কাপ্তাই উপজেলার রিজার্ভমুখ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে নিখিল দাশ নামে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহযোগী।
কাপ্তাই রিজার্ভমুখ এলাকায় টহলরত নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালালে নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি চালায়।
এ সময় ব্যাপক গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে একজনের মৃতদেহ পাওয়া যায়।