নিজস্ব প্রতিবেদক ঃ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শরীয়তপুর জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, সোমবার ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষ্যে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু ম্যুরাল প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শরীয়তপুর জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করলেন এস.এম. আশরাফুজ্জামান, (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), পুলিশ সুপার, শরীয়তপুর,
এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পুলিশ এর উর্ধতন অন্যান্য কর্মকর্তাবৃন্দ ।
