১৫ আগস্ট জতীয় শোক দিবস উপলক্ষে ন্যাশনাল ইনষ্টিটিউট অব কিডনী ডিজিজেস এন্ড ইউরোলজীর পক্ষ থেকে সপ্তাহব্যাপী বিনামুল্যে কিডনী ও অন্যান্য পরীক্ষা

Uncategorized জাতীয়


নিজস্ব প্রতিবেদক ঃ সপ্তাহব্যাপী বিনামুল্যে কিডনী ও অন্যান্য পরীক্ষা, ১৫ আগস্ট জতীয় শোক দিবস ২০২২ইং উপলক্ষে ন্যাশনাল ইনষ্টিটিউট অব কিডনী ডিজিজেস এন্ড ইউরোলজী, শের-ই-বাংলা নগর , ঢাকা-১২০৭ , হাসপাতালে বিভিন্ন কর্মসুচী পালন করা হয়, যেমন , কলো ব্যাজ ধারন, ৮ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা ফ্রি সহ বর্হিবিভাগে সেবা যথারীতি চালু রাখা এবং ১৫ আগস্টে বর্হিবিভাগ সীমিত আকারে চালু রাখা , আলোচনা সভা , দোয়া মাহফিল , দিনব্যাপী কোরআন খতম ও ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, ব্লাড ট্রান্সফিউশন বিভাগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করার বিভিন্ন ছবি এবং তথ্য নির্দেশনা অনুযায়ী পরিচালক , এম আই এস, স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকায়, প্রেরিত ই-মেল এ পাঠানো হয়েছে ।

১৫ আগস্ট জতীয় শোক দিবস ২০২২ইং উপলক্ষে ১লা আগস্ট থেকে এ পর্যন্ত বর্হিবিভাগে -৭৩২২জন, অন্তঃবিভাগে-২০৬ জন , জরুরী বিভাগে-৪০১ জন এবং বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা ফ্রি-৫৭৬ জন চিকিৎসা সেবা দিয়েছে ।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *